মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১৪। আয়েশা (রা) থেকে অন্য এক, বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বললেন, তুমি বিয়ে বর্জন করবে না। তুমি কি পড় না
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أَسْوَةٌ حَسَنَةٌ
নিশ্চয়ই রয়েছে তোমাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে উত্তম আদর্শ। সূরা আহযাব, ২১।
রাসূলুল্লাহ (ﷺ) বিয়ে করেছেন আর তার সন্তানও হয়েছে।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ, যা নবী (ﷺ)-এর জীবন চরিত্রের পর্বে নবী (ﷺ)-এর চরিত্র শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হবে।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
وعنها فى رواية أخرى (3) قالت لا تفعل أما تقرأ {لقد كان لكم فى رسول الله أسوة حسنة} فقد تزوج رسول الله صلى الله عليه وسلم وقد ولد له
tahqiqতাহকীক:তাহকীক চলমান