মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলতেন: ইসলামে বৈরাগ্য নেই।
(আবু দাউদ,হাকিম। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(আবু দাউদ,হাকিম। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن ابن عباس (4) عن النبى صلى الله عليه وسلم أنه كان يقول لا صرورة (5) فى الاسلام