মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১৩। হাসান (র) সা'দ ইবন হিশাম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি আয়েশা (রা)-কে বললেন, আমি আপনাকে বিয়ে বর্জন করা সম্পর্কে জিজ্ঞাসা করতে চাচ্ছি। এ ব্যাপারে আপনার কি মত? তিনি বললেন, তুমি বিয়ে বর্জন করবে না। তুমি কি আল্লাহ তা'আলাকে বলতে শুননি,
" وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
অবশ্যই আমি পাঠিয়েছিলাম রাসূলদের আপনার আগে দিয়েছিলাম তাদের স্ত্রী ও সন্তান-সন্তুতি। (সূরা রা'দ, ৩৮)।
তাই তুমি বিয়ে বর্জন করবে না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি মদীনা থেকে সফর করে বসরায় আগমন করলেন এবং ইতিমধ্যে তিনি দীনের জ্ঞান অর্জন করেছেন। তিনি সেখানে কিছুদিন অবস্থান করার পর মাকরানে গেলেন। সেখানে জিহাদ করে শহীদ হলেন।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ যা এ কিতাবের উম্মুল মু'মিনীন আয়েশা (রা) থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর “তাহাজ্জুদের নামায পড়ার বিবরণ” শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
" وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
অবশ্যই আমি পাঠিয়েছিলাম রাসূলদের আপনার আগে দিয়েছিলাম তাদের স্ত্রী ও সন্তান-সন্তুতি। (সূরা রা'দ, ৩৮)।
তাই তুমি বিয়ে বর্জন করবে না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি মদীনা থেকে সফর করে বসরায় আগমন করলেন এবং ইতিমধ্যে তিনি দীনের জ্ঞান অর্জন করেছেন। তিনি সেখানে কিছুদিন অবস্থান করার পর মাকরানে গেলেন। সেখানে জিহাদ করে শহীদ হলেন।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ যা এ কিতাবের উম্মুল মু'মিনীন আয়েশা (রা) থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর “তাহাজ্জুদের নামায পড়ার বিবরণ” শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن الحسن عن سعد بن هشام (2) أنه قال لعائشة رضى الله عنها إنى أريد أن أسألك عن التبتل فما ترين فيه؟ قالت فلا تفعل، أما سمعت الله عز وجل يقول {ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية} فلا تبتل قال فخرج وقد فقه وقدم البصرة فلم يلبث إلا يسيرا حتى خرج إلى أرض مكران فقتل هناك على أفضل عمله