মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১২। সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বিয়ে বর্জন করতে নিষেধ করেছেন।
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান গরীব।)
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান গরীব।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن سمرة بن جندب (1) أن رسول الله صلى الله عليه وسلم نهى عن التبتل