মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১১। সা'দ ইবন আবু ওয়াককাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান ইবন মাযউন (রা) বিয়ে না করার ইচ্ছে করলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নিষেধ করলেন। যদি তিনি তাকে তার অনুমতি দিতেন তাহলে আমরা খাসি হতাম।
(বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, তাহাবী শরহে মা'আনীল আছার, বায়হাকী)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن سعد بن أبى وقاص قال أراد عثمان بن مظعون أن يتبتل (9) فنهاه رسول الله صلى الله عليه وسلم ولو أجاز ذلك لاختصينا (10)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১ | মুসলিম বাংলা