মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
১০। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক যুবক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে খাসি হওয়ার অনুমতি দিবেন? তিনি বললেন, তুমি রোযা রাখবে, আর আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করবে।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن جابر بن عبد الله (6) قال جاء شاب إلى رسول الله صلى الله عليه وسلم فقال أتأذن لى فى الخصاء؟ فقال صم وسل الله من فضله