মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং:
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
৯। আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে খাসি হওয়ার অনুমতি দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার উম্মাতের খাসি হওয়া হচ্ছে রোযা রাখা এবং নামায পড়া।
(তাবারানী, আল মু'জামুল কাবীর। হাদীসটি হাসান।)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن عبد الله بن عمرو (5) قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ائذن لى أن أختصى، فقال رسول الله صلى الله عليه وسلم خصاء أمتى الصيام والقيام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯ | মুসলিম বাংলা