মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মুষ্ক ছেদন এবং অবিবাহিত থাকা হারাম।
৮। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যুদ্ধ করতাম, আর আমাদের বিয়ে করার সামর্থ্য ছিল না। আমরা বললাম, হে আল্লাহর রাসূল আমরা কি মুষ্ক ছেদন করব? তিনি আমাদেরকে তা করতে নিষেধ করলেন। অতঃপর তিনি আমাদেরকে অনুমতি দিলেন যে, আমরা কোন মহিলাকে কাপড়ের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদে বিয়ে করতে পারি। অতঃপর ইবন মাসউদ (রা) পড়লেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
“হে মু'মিনগণ! তোমরা হারাম করো না উত্তম বস্তু যা হালাল করেছেন আল্লাহ তোমাদের জন্য এবং সীমালংঘন করো না। নিশ্চয় আল্লাহ ভাল বাসেন না সীমালংঘন কারীদের। [সূরা মায়িদা, ৮৭]
(বুখারী, মুসলিম, শাফিয়ী এবং অন্যরা)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
“হে মু'মিনগণ! তোমরা হারাম করো না উত্তম বস্তু যা হালাল করেছেন আল্লাহ তোমাদের জন্য এবং সীমালংঘন করো না। নিশ্চয় আল্লাহ ভাল বাসেন না সীমালংঘন কারীদের। [সূরা মায়িদা, ৮৭]
(বুখারী, মুসলিম, শাফিয়ী এবং অন্যরা)
كتاب النكاح
باب النهى عن الاختصاء والتبتل
عن عبد الله (5) قال كنا نغزوا مع رسول الله صلى الله عليه وسلم وليس لنا نساء (1) فقلنا يا رسول الله ألا نستخصى (2)؟ فنهانا عنه ثم رخص لنا بعد فى أن نتزوج المرأة بالثوب (3) إلى أجل ثم قرأ ابن مسعود {يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم (4) ولا تعتدوا إن الله لا يحب المعتدين}