মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
৭। আবূ আইউব আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চারটি বস্তু রাসূলগণ (আ)-এর তরীকা, সুগন্ধি ব্যবহার, বিয়ে, মিসওয়াক এবং লজ্জা।
(তিরমিযী, বায়হাকী শু'আবুল ঈমান। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান, গরীব।)
(তিরমিযী, বায়হাকী শু'আবুল ঈমান। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান, গরীব।)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن أبى أيوب الانصارى (3) قال قال رسول الله صلى الله عليه وسلم اربع من سنن المرسلين التعطر (4) والنكاح والسواك والحياء