মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
৬। আবু যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আককাফ ইবন বিশর তামীমী (রা) নামের এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করল। নবী (ﷺ) তাকে বললেন। হে আককাফ, তোমার কি স্ত্রী আছে? সে বলল, না, দাসীওনা। তিনি বললেন, দাসীও না? তুমি কি ধনী? সে বলল, আমি ধনী। তিনি বললেন, তাহলে তুমি শয়তানের ভাইদের রীতিতে রয়েছ। যদি তুমি খ্রীষ্টান ধর্মাবলম্বী হতে তাহলে তাদের সন্ন্যাসীদের মধ্যে গণ্য হতে। আমাদের তরীকা বিয়ে করা। তোমাদের মধ্যে নিকৃষ্টতর ব্যক্তি, তোমাদের মধ্যে অবিবাহিত ব্যক্তি। তোমাদের মৃতদের মধ্যেও নিকৃষ্টতর ব্যক্তি, তোমাদের মধ্যে অবিবাহিত ব্যক্তি। তোমরা কি শয়তানের প্ররোচনার বিরুদ্ধে অনুশীলন করছ? অথচ কোন সৎ লোককে ধ্বংস করার জন্য শয়তানের সবচেয়ে বেশি কার্যকর অস্ত্র হল নারী। কিন্তু বিবাহিত সৎ লোকেদের ক্ষেত্রে তা কার্যকর নয়। তারা যিনা থেকে পবিত্র থাকে। তোমার জন্য আফসোস হে আককাফ, তারা (নারীরা) আইউব (আ), দাউদ (আ), ইউসুফ (আ) এবং কুরসুফ (র)-এর সঙ্গিনী। বিশর ইবন আতীয়া (রা) তাঁকে বললেন, হে আল্লাহর রাসূল! কুরসুফ (র) কে? তিনি বললেন, কুরসুফ নামের এক ব্যক্তি সমুদ্রোপকূলে তিনশত বৎসর যাবত আল্লাহর ইবাদতে রত ছিল, সে দিনে রোযা রাখত এবং রাতে নামায পড়ত। অতঃপর সে জনৈকা মহিলাকে ভালবাসার কারণে মহান আল্লাহর কুফরী করল, আর মহাশক্তিশালী মহিমান্বিত আল্লাহর ইবাদত করা ছেড়ে দিল। অতঃপর আল্লাহ তার অতীতের ইবাদতের কারণে তার কুফরির প্রতিকার করে তাকে তওবার তাওফীক দিলেন। তোমার জন্য আফসোস হে আককাফ, তুমি বিয়ে কর, নচেৎ তুমি মু'মিনদের দল থেকে বিতাড়িতদের মধ্যে গণ্য হবে। সে বলল, আপনি আমাকে বিয়ে করান হে আল্লাহর রাসুল। তিনি বললেন, আমি তোমাকে কারীমা বিনতে কুলসুম হিমইয়ারী (রা)-কে বিবাহ করালাম।
(আবূ আলী ইবন সাকান; উকাইলী, আদ্ দু'আফা', ইবন মানদাহ মা'রিফা, তাবারানী মুসনাদুশ 'শামিয়্যীন', আবূ ইয়ালা, মুসনাদ। তাঁরা এটি বহু বর্ণনা সূত্রে উল্লেখ করেছেন। হাফিয ইবন হাজার তা উল্লেখ করে বলেছেন, এ সকল বর্ণনা সূত্র দুর্বল। আহমদের হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আবূ আলী ইবন সাকান; উকাইলী, আদ্ দু'আফা', ইবন মানদাহ মা'রিফা, তাবারানী মুসনাদুশ 'শামিয়্যীন', আবূ ইয়ালা, মুসনাদ। তাঁরা এটি বহু বর্ণনা সূত্রে উল্লেখ করেছেন। হাফিয ইবন হাজার তা উল্লেখ করে বলেছেন, এ সকল বর্ণনা সূত্র দুর্বল। আহমদের হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
ابن عباس تزوج فان خيرنا كان أكثرنا نساء صلى الله عليه وسلم (عن أنس بن مالك) (1) قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلىّ (2) من الدنيا النساء (3) والطيب (4) وجعل قرة عينى فى الصلاة (5) (عن أبى ذر) (6) قال دخل على رسول الله صلى الله عليه وسلم رجل يقال له عكاف (7) بن بشر التميمى فقال له النبى صلى الله عليه وسلم يا عكاف هل لك من زوجة؟ قال لا ولا جارية، قال ولا جارية؟ قال وانت موسر بخير؟ قال وانا موسر بخير، قال انت اذا من اخوان الشياطين (8) لو كنت فى النصارى كنت من رهبانهم (9) إن سنتنا النكاح، شراركم عزابكم واراذل موتاكم عزابكم أبالشيطان تمرسون (10) ما للشيطان من سلاح ابلغ فى الصالحين من النساء الا المتزوجون (11) أولئك المطهرون من الخنا (1) ويحك يا عكاف انهن صواحب ايوب (2) وداود ويوسف وكرسف، فقال له بشر بن عطية (1) ومن كرسف يا رسول الله؟ قال رجل كان يعبد الله بساحل من سواحل البحر ثلاثمائة عام يصوم النهار ويقوم الليل، ثم انه كفر بالله العظيم فى سبب امرأة عشقها وترك ما كان من عبادة الله عز وجل، ثم استدرك الله ببعض ما كان منه فتاب عليه، ويحك يا عكاف تزوج والا فأنت من المذبذبين (2) قال زوجنى يا رسول الله قال قد زوحتك كريمة بنت كلثوم الحميرى