মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
৫। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়ার বিষয়াবলীর মধ্যে আমার কাছে নারী ও সুগন্ধি পসন্দনীয় করা হয়েছে আর আমার নয়নপ্রীতিকর করা হয়েছে সালাতকে।
(নাসাঈ, বায়হাকী, তাবারানী আল মু'জামুল কাবীরে, হাকিম। হাফিয ইবন হাজার এবং অন্যরা হাদীসটিকে হাসান বলেছেন।)
(নাসাঈ, বায়হাকী, তাবারানী আল মু'জামুল কাবীরে, হাকিম। হাফিয ইবন হাজার এবং অন্যরা হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن أنس بن مالك (1) قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلىّ (2) من الدنيا النساء (3) والطيب (4) وجعل قرة عينى فى الصلاة