মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
৪। সাঈদ ইবন জুবাইর (র) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবন আব্বাস (রা) আমার সাথে সাক্ষাৎ করে বললেন, তুমি বিয়ে করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তুমি বিয়ে কর। অতঃপর তিনি আমার সাথে সাক্ষাৎ করে বললেন, তুমি বিয়ে করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তুমি বিয়ে কর। কেননা এ জাতীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির (অর্থাৎ নবী (ﷺ)) তাদের সকলের চেয়ে বেশি স্ত্রী ছিল।
(তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে, আব্বাস (রা) আমাকে বললেন, তুমি বিয়ে কর, কেননা আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির আমাদের সকলের চেয়ে বেশি স্ত্রী ছিল।
(বুখারী)
আর হাকিম ও মুস্তাদরকে হাদীস বর্ণনা করেছেন। তাতে আছে,
فإن خير هذه الأمة أمة محمد صلى الله عليه وآله وسلم أكثرها نساء ، ومهما في صلبك مستودع ، فإنه سيخرج قبل يوم القيامة
“কেননা এ জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তির অর্থাৎ মুহাম্মদ-এর স্ত্রী সংখ্যা ছিল সর্বাধিক। যত সন্তান তোমার পৃষ্ঠদেশে সঞ্চিত আছে, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে তাদের জন্ম হবে”।
(তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে, আব্বাস (রা) আমাকে বললেন, তুমি বিয়ে কর, কেননা আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির আমাদের সকলের চেয়ে বেশি স্ত্রী ছিল।
(বুখারী)
আর হাকিম ও মুস্তাদরকে হাদীস বর্ণনা করেছেন। তাতে আছে,
فإن خير هذه الأمة أمة محمد صلى الله عليه وآله وسلم أكثرها نساء ، ومهما في صلبك مستودع ، فإنه سيخرج قبل يوم القيامة
“কেননা এ জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তির অর্থাৎ মুহাম্মদ-এর স্ত্রী সংখ্যা ছিল সর্বাধিক। যত সন্তান তোমার পৃষ্ঠদেশে সঞ্চিত আছে, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে তাদের জন্ম হবে”।
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن سعيد بن جبير (12) قال لقينى ابن عباس فقال تزوجت؟ قال قلت لا، قال تزوج، ثم لقينى بعد ذلك فقال تزوجت؟ قلت لا، قال تزوج فان خير هذه الأمة كان أكثرها نساء (13) (وعنه من طريق ثان) (14) قال قال لي ابن عباس تزوج فان خيرنا كان أكثرنا نساء صلى الله عليه وسلم