মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
৩। আব্দুর রহমান ইবন ইয়াযীদ (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর সাথে সাক্ষাৎ করলাম। তাঁর কাছে আলকামা (র) এবং আসওয়াদ (র) ছিলেন। তিনি একটি হাদীস বর্ণনা করলেন। আমি মনে করি যে, তিনি তা আমার জন্য বর্ণনা করলেন, কেননা আমি মজলিসে উপস্থিত জন্যদের মধ্যে বয়োকনিষ্ঠ ছিলাম। তিনি বলেন, আমরা যুবকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। আমাদের কোন কিছু ছিল না। তিনি বললেন, হে যুবকদের দল, অতঃপর তিনি উপরোক্ত হাদীস বর্ণনা করেন।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن عبد الرحمن بن يزيد (9) قال دخلنا على عبد الله بن مسعود وعنده علقمة والأسود فحدث حديثا لا أراه حدثه إلا من أجلى كنت أحدث القوم سنا قال كنا مع رسول الله صلى الله عليه وسلم شباب لا نجد شيئا (10) فقال يا معشر الشباب فذكره