মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং:
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
২। আলকামা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মিনায় আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর সাথে হাঁটছিলাম। এ সময় উসমান (রা)-এর সাথে সাক্ষাৎ করলেন। তিনি তাঁর সাথে দাঁড়িয়ে কথা বললেন। আর উসমান (রা) তাঁকে বললেন, হে আবূ আব্দুর রহমান, আমরা কি আপনাকে একজন তরুনীকে বিয়ে করাব না, হয়তা সে আপনার অতীত কালকে স্মরণ করাবে? আব্দুল্লাহ (রা) বললেন, যদি আপনি তাই বলেন তবে শুনুন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বলেছেন, হে যুবকদের দল, যদি তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, কেননা তা অধিকতর দৃষ্টি অবনতকারী এবং লজ্জা স্থানকে অধিকতর রক্ষাকারী। আর যে সামর্থ্য না রাখে তার উচিৎ রোযা রাখা, কেননা তা ইন্দ্রিয় দমনকারী।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, আবু দাউদ তায়ালিসী বায়হাকী এবং অন্যরা)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن علقمة (6) قال كنت أمشى مع عبد الله (يعنى ابن مسعود) بمنى فلقيه عثمان فقام معه يحدثه فقال له عثمان يا أبا عبد الرحمن الا نزوجك جارية شابة لعلها أن تذكرك ما مضى من زمانك؟ فقال عبد الله أما لئن قلت ذاك لقد قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر (7) الشباب من استطاع منكم الباءة (8) فليتزوج فانه أغض للبصر وأحصن للفرج، ومن لم يستطع فعليه بالصوم فانه له وجاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান