মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের প্রতি উৎসাহ দান এবং বিবাহ করতে সক্ষম ব্যক্তির জন্য বিবাহ না করার নিন্দা।
১। উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কতিপয় মুহাজির যুবকদের কাছে বের হয়ে বললেন, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। কেননা তা অধিকতর দৃষ্টি সংযত কারক, লজ্জা স্থানকে সুরক্ষক আর যদি কেউ এর সামর্থ্য না রাখে রোযা তার জন্য ইন্দ্রিয় দময়িতা।
(নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ সহীহ।)
(নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب النكاح
باب الحث عليه وكراهة تركه للقادر
عن عثمان بن عفان (1) رضى الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على فتية من المهاجرين فقال من كان منكم ذا طول (2) فليتزوج فانه أغض (3) للطرف وأحصن للفرج (4) ومن لا فان الصوم له وجاء