মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩২৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যাদুকরের হদ্দ সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
৩২৯। বাজালাহ (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আহনাফ ইবন কইস (র)-এর চাচা জায ইবন মুআবিয়া (র)-এর অনুলেখক ছিলাম। উমর (রা)-এর মৃত্যুর এক বৎসর পূর্বে আমাদের কাছে তাঁর ফরমান আসল, তোমরা প্রত্যেক পুরুষ এবং মহিলা যাদুকরকে হত্যা করবে, বিবাহ করা হারাম এমন মহিলাকে বিবাহকারী সকল অগ্নি পূজারীকে তার স্ত্রী থেকে পৃথক করবে, আর তারা খাওয়ার সময় যে বিশেষ শব্দ করে তাদের তা করতে নিষেধ করবে। তখন আমরা তিনজন যাদুকরকে হত্যা করলাম। (আর সূরা নিসার ২৩ নম্বর আয়াত অনুযায়ী) বিবাহ করা হারাম এমন মহিলাকে বিবাহকারী অগ্নিপূজারী পুরুষ এবং তার স্ত্রীকে পৃথক করলাম। জায (র) বিপুল খাবার প্রস্তুত করলেন, নিজ উরুর উপর তলোয়ার রাখলেন আর অগ্নি পূজারীদেরকে জিযিয়া আদায় করার নির্দেশ দিলেন। তারা তাঁর সামনে এক খচ্চরের বা দু' খচ্চরের বোঝা পরিমাণ রৌপ্য মুদ্রা রাখল। আর তারা বিশেষ শব্দ না করে খাবার খেল। উমর (রা) অগ্নিপূজারীদের থেকে জিযিয়া নেননি যে পর্যন্ত না আব্দুর রহমান ইবন আউফ সাক্ষ্য দেন যে, রাসূলুল্লাহ (ﷺ) হাজারের অগ্নি পূজারীদের থেকে জিযিয়া গ্রহণ করেছেন।
ইমাম আহমদ বলেন, সুফইয়ান ইবন উয়াইনা বলেছেন, বাজালাহ মুসয়াব ইবন জুবাইর (র)-এর সাথে সত্তর হিজরীতে হজ্জ পালন করেন।
(আবূ দাউদ এবং বায়হাকী হাদীসটিকে অনুরূপ দীর্ঘ বর্ণনা করেছেন। আর বুখারী, তিরমিযী, নাসাঈ এবং শাফিয়ী সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন, শাফিয়ী বলেছেন, বাজালাহর হাদীস ধারাবাহিক এবং সুপ্রমাণিত।)
ইমাম আহমদ বলেন, সুফইয়ান ইবন উয়াইনা বলেছেন, বাজালাহ মুসয়াব ইবন জুবাইর (র)-এর সাথে সত্তর হিজরীতে হজ্জ পালন করেন।
(আবূ দাউদ এবং বায়হাকী হাদীসটিকে অনুরূপ দীর্ঘ বর্ণনা করেছেন। আর বুখারী, তিরমিযী, নাসাঈ এবং শাফিয়ী সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন, শাফিয়ী বলেছেন, বাজালাহর হাদীস ধারাবাহিক এবং সুপ্রমাণিত।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى حد الساحر
حدّثنا سفيان (2) عن عمرو سمع بجالة (3) يقول كنت كاتبا لجزء (4) بن معاوية عم الأحنف بن قيس فأتانا كتاب عمر قبل موته بسنة أن اقتلوا كل ساحر، وربما قال سفيان وساحرة، وفرقوا بين كل ذى محرم من المجوس (5) وانهرهم عن الزمزمة (6) فقتلنا ثلاثة سواحر وجعلنا نفرق بين الرجل وبين حريمته فى كتاب الله (7) وصنع جزء طعاما كثيرا وعرض السيف على فخذه ودعا المجوس (8) فألقوا وقر بغل أو بغلين من ورق فأكلوا من غير زمزمة ولم يكن عمر أخذ وربما قال سفيان قبل الجزية من المجوس حتى شهد عبد الرحمن بن عوف أن رسول الله صلى الله عليه وسلم أخذها من مجوس هجر (1) وقال أبى (2) قال سفيان حج بجاله مع مصعب سنة سبعين