মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩২৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যাদু, ভাগ্য গণনা এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদ : যাদুর বাস্তবতা, তার ক্রিয়া আল্লাহ তা'আলার ইচ্ছায় প্রকাশ পাওয়া আর এতে অন্যরকম বিশ্বাস স্থাপনকারীর প্রতি হুঁশিয়ারী বাণী।
পরিচ্ছেদ : যাদুর বাস্তবতা, তার ক্রিয়া আল্লাহ তা'আলার ইচ্ছায় প্রকাশ পাওয়া আর এতে অন্যরকম বিশ্বাস স্থাপনকারীর প্রতি হুঁশিয়ারী বাণী।
৩২৮। উসমান ইবন আবুল আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, দাউদ নবী (ﷺ) (আ) রাতের কোন এক সময় উঠে তাঁর পরিবারকে সজাগ করে বলতেন, হে দাউদ (আ)-এর পরিবার! তোমরা উঠে নামায পড়। কেননা এই সময় আল্লাহ যাদুকারী এবং কর উসুলকারী ছাড়া সকলের দু'আ কবুল করেন।
(হাদীসটি ক্রয়-বিক্রয় এবং উপার্জনের পর্বে কর উসুলকারীর উপার্জন শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি ক্রয়-বিক্রয় এবং উপার্জনের পর্বে কর উসুলকারীর উপার্জন শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب السحر والكهانة والتنجيم
باب ما جاء فى ثبوت السحر وتأثيره بإرادة الله تعالى ووعيد من صدقه بغير ذلك
باب ما جاء فى ثبوت السحر وتأثيره بإرادة الله تعالى ووعيد من صدقه بغير ذلك
عن عثمان بن أبى العاص (1) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كان لداود نبى الله عليه السلام من الليل ساعة يوقظ فيها أهله فيقول يا آل داود قوموا فصلوا فان هذه ساعة يستجيب الله فيها الدعاء إلا لساحر وعشار