মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩২৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যাদু, ভাগ্য গণনা এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ : যাদুর বাস্তবতা, তার ক্রিয়া আল্লাহ তা'আলার ইচ্ছায় প্রকাশ পাওয়া আর এতে অন্যরকম বিশ্বাস স্থাপনকারীর প্রতি হুঁশিয়ারী বাণী।
৩২৭। আবূ মূসা আশয়ারী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মদ্যপানে অভ্যস্থ ব্যক্তি, আত্মীয়তা ছিন্নকারী এবং যাদুতে বিশ্বাসকারী। যদি কোন ব্যক্তি মদ্য পানে অভ্যস্ত অবস্থায় মারা যায় আল্লাহ তাকে যেনাকারী মহিলাদের লজ্জা স্থান থেকে নির্গত পানি পান করাবেন।
(তাবারানী, আল মু'জামুল কাবীর, হাকিম, ইবন হিব্বান। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب السحر والكهانة والتنجيم

باب ما جاء فى ثبوت السحر وتأثيره بإرادة الله تعالى ووعيد من صدقه بغير ذلك
عن أبى موسى الأشعرى (9) أن النبى صلى الله عليه وسلم قال ثلاثة لا يدخلون الجنة، مدمن خمر، وقاطع رحم، ومصدق بالسحر ومن مات مدمنا للخمر سقاه الله من نهر الغوطة
tahqiqতাহকীক:তাহকীক চলমান