মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩২৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যাদু, ভাগ্য গণনা এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ : যাদুর বাস্তবতা, তার ক্রিয়া আল্লাহ তা'আলার ইচ্ছায় প্রকাশ পাওয়া আর এতে অন্যরকম বিশ্বাস স্থাপনকারীর প্রতি হুঁশিয়ারী বাণী।
৩২৪। যায়িদ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ইহুদী নবী (ﷺ)-কে যাদু করল। তিনি তাতে কিছু দিন অসুস্থ থাকলেন। তিনি বলেন, জিবরাঈল (আ) এসে বললেন, জনৈক ইয়াহুদী চুলে কতগুলো গিরা দিয়ে এরূপ কূপে আপনাকে যাদু করেছে। আপনি সেখানে কাউকে পাঠান যে তা নিয়ে আসবে। রাসূলুল্লাহ (ﷺ) আলী (রা)-কে পাঠালেন। তিনি তা বের করে এনে খুললেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়ালেন যেন তাকে বাঁধন মুক্ত করা হয়েছে। আর তিনি সে জন্য ইহুদীকে কোন কিছু বলেননি। আর ইহুদী ও তার মৃত্যু হওয়া পর্যন্ত তার প্রতি তাঁর অসন্তুষ্ট হওয়া উপলব্ধি করতে পারেনি।
(নাসাঈ, ইবনে সা'দ। হাফিয ইবন হাজার বলেছেন, হাকিম এবং আবদ ইবন হুমাইদ, হাদীসটিকে সহীহ বলেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হায়ছামী মাজমাউয যাওয়াইদে এর সমর্থক হাদীস উল্লেখ করে বলেছেন, তাবারানী হাদীসটিকে একাধিক সনদে বর্ণনা করেছেন। এর এক সনদের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب السحر والكهانة والتنجيم

باب ما جاء فى ثبوت السحر وتأثيره بإرادة الله تعالى ووعيد من صدقه بغير ذلك
عن زيد بن أرقم (8) قال سحر النبى صلى الله عليه وسلم رجل من اليهود قال فاشتكى لذلك أياما قال فجاء جبريل عليه السلام فقال إن رجلا من اليهود سحرك عقد لك عقدا عقدا (9) فى بئر كذا وكذا (10) فأرسل إليها من يجيء بها فبعث رسول الله صلى الله عليه وسلم عليا رضى الله عنه فاستخرجها بها فحللها قال فقام رسول الله صلى الله عليه وسلم كأنما نشط (11) من عقال فما ذكر لذلك اليهودى ولا رآه فى وجهه قط حتى مات
tahqiqতাহকীক:তাহকীক চলমান