মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩২৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যাদু, ভাগ্য গণনা এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদ : যাদুর বাস্তবতা, তার ক্রিয়া আল্লাহ তা'আলার ইচ্ছায় প্রকাশ পাওয়া আর এতে অন্যরকম বিশ্বাস স্থাপনকারীর প্রতি হুঁশিয়ারী বাণী।
পরিচ্ছেদ : যাদুর বাস্তবতা, তার ক্রিয়া আল্লাহ তা'আলার ইচ্ছায় প্রকাশ পাওয়া আর এতে অন্যরকম বিশ্বাস স্থাপনকারীর প্রতি হুঁশিয়ারী বাণী।
৩২৫। আমরাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা (রা) অসুস্থ হলেন। আর তাঁর অসুস্থতা দীর্ঘ হল। জনৈক চিকিৎসক মদীনায় আগমন করলে তার ভাতিজারা তার কাছে গিয়ে তাঁর ব্যধি সম্পর্কে জিজ্ঞাসা করল। সে বলল, আল্লাহ শপথ! তোমরা যাদুগ্রস্থ মহিলার বর্ণনা দিচ্ছ। সে বলল, এই মহিলাকে তাঁর ক্রীতদাসী যাদু করেছে। ক্রীতদাসীটি বলল, হাঁ। আমি আপনার মৃত্যুর কামনা করেছি যাতে আমি আযাদ হতে পারি। তিনি বলেন, আয়েশা (রা) কথা দিয়েছিলেন তাঁর মৃত্যুর পর সে আযাদ হয়ে যাবে। আয়েশা (রা) বললেন, তোমরা তাকে আরবের অধিকতর কঠোর মনিবের নিকট বিক্রয় করবে। আর তার বিক্রিমূল্য তার মত ক্রীতদাসীতে ব্যয় করবে।
(হাদীসটির উৎস গোলাম আযাদ করার পর্বে, “মনিবের গোলামকে তার মৃত্যুর পর আযাদ করা, আর প্রয়োজনে তার ঐ গোলামকে বিক্রয় করা” শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(হাদীসটির উৎস গোলাম আযাদ করার পর্বে, “মনিবের গোলামকে তার মৃত্যুর পর আযাদ করা, আর প্রয়োজনে তার ঐ গোলামকে বিক্রয় করা” শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب السحر والكهانة والتنجيم
باب ما جاء فى ثبوت السحر وتأثيره بإرادة الله تعالى ووعيد من صدقه بغير ذلك
باب ما جاء فى ثبوت السحر وتأثيره بإرادة الله تعالى ووعيد من صدقه بغير ذلك
عن عمرة (2) قال اشتكت عائشة رضى الله عنها فطال شكواها، فقدم انسان المدينة يتطبب فذهب بنو أخيها يسألونه عن وجعها فقال والله إنكم تنعتون نعت امرأة مطبوبة، قال هذه امرأة مسحورة سحرتها جارية لها، قالت نعم أردت أن تموتى فأعتق، قالت وكانت مدبّرة قالت بيعوها فى أشد العرب ملكة واجعلوا ثمنها فى مثلها