মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩১১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১১। আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে দ্বিতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে তৃতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে চতুর্থবার মদ পান করে তোমরা তাকে হত্যা করবে। ওয়াকী (র) তাঁর হাদীসে বলেন, আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) তাঁর ছাত্রদেরকে বলেছেন, যদি তোমরা চতুর্থবার মদ পান করেছে এরূপ কোন ব্যক্তিকে আমার নিকট নিয়ে আস তাহলে তোমাদের কাছে আমার তাকে হত্যা করার প্রতিশ্রুতি রইল।
(আবূ দাউদ সুনানে হাদীসটির প্রতি ইঙ্গিত করেছেন। হায়ছামী মাজমাউয যাওয়াইদে আব্দুল্লাহ ইবন আমর (রা) এর হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, তাবারানী হাদীসটিকে একাধিক বর্ণনাসূত্রে বর্ণনা করেছেন। যার বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী। মুআবিয়া (রা) থেকে বর্ণিত পরবর্তী হাদীস এ হাদীসটির শাহেদ।)
(আবূ দাউদ সুনানে হাদীসটির প্রতি ইঙ্গিত করেছেন। হায়ছামী মাজমাউয যাওয়াইদে আব্দুল্লাহ ইবন আমর (রা) এর হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, তাবারানী হাদীসটিকে একাধিক বর্ণনাসূত্রে বর্ণনা করেছেন। যার বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী। মুআবিয়া (রা) থেকে বর্ণিত পরবর্তী হাদীস এ হাদীসটির শাহেদ।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن عبد الله بن عمرو بن العاص (3) قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر فاجلدوه فان عاد فاجلدوه. فان عاد فاجلدوه. فان عاد فاقتلوه (4) قال وكيع فى حديثه قال عبد الله (5) ائتونى برجل قد شرب الخمر فى الرابعة فلكم على أن أقتله