মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩১০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩১০। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যদি আমি মদ পানকারী ছাড়া অন্য কারোর উপর শরয়ী শাস্তি প্রতিষ্ঠা করি, আর সে মারা যায় তাতে আমি চিন্তিত হই না। আর যদি কোন মদ পানকারী আমার শাস্তি প্রাপ্তির পর মারা যায় তবে আমি তার হকদারদরকে রক্তপণ দেবো, কেননা রাসূলুল্লাহ (ﷺ) তাতে চাবুকের সংখ্যা নির্দিষ্ট করেননি।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ, বায়হাকী)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن على رضى الله عنه (9) قال ما من رجل أقمت عليه حدا فمات فأجد في نفسي (10) إلا الخمر فانه لو مات لوديته (1) لأن رسول الله صلى الله عليه وسلم لم يسنّه