মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩০৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৯। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর কাছে জনৈক নেশাগ্রস্থ ব্যক্তিকে উপস্থিত করা হল। তিনি তাকে মদ পানের শরয়ী শাস্তি দিলেন। আর তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পানীয় কী? সে বলল, কিসমিস এবং খেজুর (ভেজানো পানি) তিনি বললেন, যদি কেউ পৃথকভাবে এর একটি পান করে তাই তো তার জন্য যথেষ্ট।
(বায়হাকী, আবূ ইয়ালা। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে ইবন উমর (রা)-এর থেকে নাজরানীর বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। আমি নাজরানী সম্পর্কে অবগত নই। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن ابن عمر (7) أن النبى صلى الله عليه وسلم أتى بسكران فضربه الحد فقال ما شرابك؟ فقال الزبيب والتمر، قال يكفى كل واحد منهما من صاحبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান