মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩০৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৮। আবূ ওয়াদ্দাক (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ সাঈদ খুদরী (রা) থেকে মদপানের শরয়ী বিধান সম্পর্কিত হাদীস শোনার পর আঙ্গুর বা খেজুর রসের তৈরী নেশাকর পানীয় পান করি না। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে জনৈক ব্যক্তিকে উপস্থিত করা হল। উপস্থিত সাহাবীগণ বললেন, সে নেশাগ্রস্ত। সে বলল, আমি লাউর খোলে ভিজান কিসমিস এবং খেজুরের পানি পান করেছি। তিনি বলেন, তাকে জুতা দিয়ে মারা হল, আর হাত দিয়ে ধাক্কা দেওয়া হল। নবী (ﷺ) লাউর খোলে পানীয় প্রস্তুত করতে এবং কিসমিস ও খেজুর একত্রিত করে পানীয় প্রস্তুত করতে নিষেধ করেন।
(বায়হাকী। তাঁর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। এর মূল বক্তব্য সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن أبى التياح (3) عن أبى الوداك قال لا أشرب نبيذا بعد ما سمعت أبا سعيد الخدرى قال جيء برجل إلى رسول الله صلى الله عليه وسلم قال قالوا إنه نشوان (4) فقال إنما شربت زبيبا وتمرا فى دبّاءة (5) قال فخفق (6) بالنعال ونهز بالأيدى ونهى عن الدباء والزبيب والتمر أن يخلطا
tahqiqতাহকীক:তাহকীক চলমান