মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩০৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৭। আব্দুর রহমান ইবন আযহার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যুবক থাকাকালীন মক্কা বিজয়ের পরের দিন রাসূলুল্লাহ (ﷺ)র-কে দেখলাম মানুষের ফাঁকে ফাঁকে এগিয়ে যাচ্ছেন আর খালিদ ইবন ওয়ালীদ (রা)-এর অবস্থানস্থল সম্পর্কে জিজ্ঞেস করছেন। অতঃপর তাঁর কাছে জনৈক মদ পানকারীকে আনা হল। তিনি উপস্থিত সাহাবীগণকে তাকে মারার জন্য নির্দেশ দিলেন। তাঁরা তাদের হাতে যা ছিল তাই দিয়ে তাকে মারলেন। তাঁদের কেউ তাকে লাঠি দিয়ে মারলেন কেউ চাবুক দিয়ে মারলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) তার উপর মাটি ঢেলে দিলেন।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনাসূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি হুনায়নের দিন রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখলাম মানুষের ফাঁকে-ফাঁকে এগিয়ে যাচ্ছেন এবং খালিদ ইবন ওয়ালীদ (রা)-এর অবস্থানস্থল সম্পর্কে জিজ্ঞেস করছেন তাঁর কাছে জনৈক নেশাগ্রস্তকে আনা হল। তিনি উপস্থিত সাহাবীগণ (রা)-কে তাঁদের হাতে যা আছে তাই দিয়ে তাকে মারতে নির্দেশ দিলেন।
(শাফিয়ী, আবু দাউদ, বায়হাকী, ইবন আবু হাতিম এবং অন্যরা)
(হাদীসটির সনদে উসামা ইবন আসলাম আদাবী মাদানী আছেন। আহমদ এবং ইবন মাঈন তাঁর দূর্বল স্মরণ শক্তির কারণে তাঁকে দূর্বল বর্ণনাকারী বলেছেন। তবে এটি আরও অনেক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে। তাতে উসামা ইবন যায়েদ নেই। ইমাম শাফিয়ী অন্য সনদেও এটি বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن عبد الرحمن بن أزهر (8) قال رأيت رسول الله صلى الله عليه وسلم غداة يوم الفتح (9) وأنا غلام شاب يتخلل الناس يسأل عن منزل خالد بن الوليد (10) فأتى بشارب فأمرهم فضربوه بما في أيديهم فمنهم من ضربه بعصا ومنهم من ضربه بسوط وحثى عليه رسول الله صلى الله عليه وسلم التراب (1) (وعنه من طريق ثان) (2) قال رأيت رسول الله صلى الله عليه وسلم يتخلل الناس يوم حنين يسأل عن منزل خالد بن الوليد فأتى بسكران فأمر من كان معه أن يضربوه بما كان فى أيديهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান