মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩০৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৪। আনাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) মদ পানের অপরাধে খেজুর বৃক্ষের পত্রহীন ডাল এবং জুতা দিয়ে আঘাত করেছেন। আবু বকর (রা) চল্লিশ চাবুক মেরেছেন। তারপর উমর (রা) এর আমলে যখন মানুষ পানি ও পল্লীর নিকটবর্তী হল (অর্থাৎ তখন শাম ও ইরাকের সবুজ-শ্যামল এলাকা ও বড় বড় লোকালয় মুসলিমদের দখলে আসল), তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মদ পানের হদ্দ সম্পর্কে আপনাদের মতামত কি? আব্দুর রহমান ইবন আউফ (রা) বললেন, আপনি এর জন্য লঘুতর হদ্দ স্থির করুন। অতঃপর উমর (রা) মদপানে অভিযুক্ত ব্যক্তিকে আশি চাবুক মারলেন।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ)-এর কাছে মদ পান করেছে এরূপ এক ব্যক্তিকে উপস্থিত করা হল। তিনি তাকে দু'টি খেজুর বৃক্ষের পত্রহীন ডাল দিয়ে চল্লিশটির মত আঘাত করলেন। তিনি বলেন, আবু বকর (রা) ও এরূপ করেছেন। যখন উমর (রা) খলীফা হলেন তখন মদ পানের শাস্তি সম্পর্কে তার সাথীদের কাছে পরামর্শ চাইলেন। আব্দুর রহমান (রা) বললেন, শরীয়তের শাস্তি সমূহের মধ্যে অধিকতর হালকা শাস্তি হল আশিটি চাবুক মারা। তিনি বলেন, অতঃপর উমর (রা) মদপানে অভিযুক্ত ব্যক্তিকে আশিটি চাবুক মারার নির্দেশ দেন।
(বুখারী, মুসলিম, বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী)
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ)-এর কাছে মদ পান করেছে এরূপ এক ব্যক্তিকে উপস্থিত করা হল। তিনি তাকে দু'টি খেজুর বৃক্ষের পত্রহীন ডাল দিয়ে চল্লিশটির মত আঘাত করলেন। তিনি বলেন, আবু বকর (রা) ও এরূপ করেছেন। যখন উমর (রা) খলীফা হলেন তখন মদ পানের শাস্তি সম্পর্কে তার সাথীদের কাছে পরামর্শ চাইলেন। আব্দুর রহমান (রা) বললেন, শরীয়তের শাস্তি সমূহের মধ্যে অধিকতর হালকা শাস্তি হল আশিটি চাবুক মারা। তিনি বলেন, অতঃপর উমর (রা) মদপানে অভিযুক্ত ব্যক্তিকে আশিটি চাবুক মারার নির্দেশ দেন।
(বুখারী, মুসলিম, বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن أنس بن مالك (8) قال جلد النبى صلى الله عليه وسلم فى الخمر بالجريد والنعال وجلد أبو بكر قال يحيى (9) فى حديثه أربعين، فلما كان عمر دنا الناس من الريف (10) والقرى قال لأصحابه ما ترون؟ قال عبد الرحمن (11) اجعلها كأخف الحدود (12) فجلد عمر ثمانين
(وعنه من طريق ثان) (13) أن النبى صلى الله عليه وسلم أتى برجل قد شرب الخمر فجلده بجريدتين نحو الأربعين قال وفعله أبو بكر، فلما كان عمر استشار الناس فقال عبد الرحمن بن عوف أخف الحدود ثمانون قال فأمر به عمر
(وعنه من طريق ثان) (13) أن النبى صلى الله عليه وسلم أتى برجل قد شرب الخمر فجلده بجريدتين نحو الأربعين قال وفعله أبو بكر، فلما كان عمر استشار الناس فقال عبد الرحمن بن عوف أخف الحدود ثمانون قال فأمر به عمر