মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩০৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৩। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর কাছে জনৈক ব্যক্তিকে মদ পান করার অপরাধে উপস্থিত করা হল। নবী (ﷺ) তাকে এক জোড়া জুতা দিয়ে চল্লিশটি আঘাত করলেন।
আর তার থেকে দ্বিতীয় বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, নবী (ﷺ)-এর যুগে মদ পান কারীকে এক জোড়া জুতা দিয়ে চল্লিশটি আঘাত করা হত। আর উমর (রা) এর খেলাফত কালে তাকে প্রত্যেক জুতার পরিবর্তে একটি চাবুক মারা হত।
(তিরমিযী। তিনি হাদীসটিকে হাসান হাদীস বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن أبى سعيد الخدرى (4) ان النبى صلى الله عليه وسلم أتى برجل قال مسعر (5) أظنه فى شراب فضربه النبى صلى الله عليه وسلم بنعلين أربعين (وعنه من طريق ثان) (6) قال جلد على عهد النبى صلى الله عليه وسلم فى الخمر بنعلين أربعين، فلما كان زمن عمر جلد بدل كل نعل سوطا
tahqiqতাহকীক:তাহকীক চলমান