মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩০৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মদ পানকারীর হদ্দ, তাকে কতটি আঘাত করা হবে? এবং কি বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে?
৩০৫। সাইব ইবন ইয়াযীদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে, আবু বকর (রা)-এর খিলাফত কালে এবং উমর (রা)-এর খিলাফতের শুরুতে মদ পানকারীকে উপস্থিত করতাম, আর তাকে আমাদের হাতে, জুতা এবং চাদর দিয়ে মারতাম। আর উমর (রা)-এর খেলাফত প্রাপ্তির কিছু দিন পর মদ পানের অপরাধে চল্লিশটি চাবুক মারা হত। এমনকি যখন মদপান কারীরা মদপানে সীমালঙ্ঘন করল এবং পাপাচারী হল তখন তিনি আশিটি চাবুক মারলেন।
(বুখারী, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد شارب الخمر وكم يضرب؟ وبأى شئ يضرب؟
عن السائب بن يزيد (1) قال كنا نأتى بالشارب فى عهد رسول الله صلى الله عليه وسلم وفى إمرة أبى بكر وصدر (2) من إمرة عمر فنقوم إليه فنضربه بأيدينا ونعالنا وأرديتنا حتى كان صدرا من إمرة عمر فحد فيها أربعين حتى إذا عتوا (3) فيها وفسقوا جلد ثمانين
tahqiqতাহকীক:তাহকীক চলমান