মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৯৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
মদ পান করা হারাম হওয়া এবং এর পানকারীকে শরয়ী শাস্তি দেয়া সংক্রান্ত
পরিচ্ছেদ : মদ পান করা হারাম হওয়া, এর পানকারীকে লানত করা এবং সে তা পান করা থেকে তওবা না করলে তার আখিরাতের শরাব থেকে বঞ্চিত হওয়া সম্পর্কে বর্ণিত কিছু হাদীস।
পরিচ্ছেদ : মদ পান করা হারাম হওয়া, এর পানকারীকে লানত করা এবং সে তা পান করা থেকে তওবা না করলে তার আখিরাতের শরাব থেকে বঞ্চিত হওয়া সম্পর্কে বর্ণিত কিছু হাদীস।
২৯৮। আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তোমাদের উপর মদ, জুয়া এবং ঢোল হারাম করেছেন। আর তিনি বলেছেন, প্রত্যেক মাদকদ্রব্য হারাম।
(ইবন হিব্বান, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদে আমার অজ্ঞাত একজন বর্ণনাকারী আছেন।)
(ইবন হিব্বান, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদে আমার অজ্ঞাত একজন বর্ণনাকারী আছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب تحريم الخمر وحد شاربها
باب بعض ما جاء فى تحريم الخمر ولعن شاربها وحرمانه من خمر الآخرة إلا أن يتوب
باب بعض ما جاء فى تحريم الخمر ولعن شاربها وحرمانه من خمر الآخرة إلا أن يتوب
عن ابن عباس (2) عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله حرم عليكم الخمر والميسر (3) والكوبة، وقال كل مسكر حرام