মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৯৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : অমুসলিম দেশে চোরের হাত কাটা এবং অন্য শরয়ী শাস্তি পূর্ণরূপে প্রতিষ্ঠা করা হবে কিনা।
২৯৭। উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মহান পবিত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয় এবং অনাত্মীয় সকলের বিরুদ্ধে লড়াই করবে। তোমরা আল্লাহর সন্তুষ্টিতে কোন নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। তোমার তোমাদের আবাস ভূমিতে অবস্থানকালে এবং সফরে আল্লাহর শরয়ী শাস্তি সমূহ প্রতিষ্ঠা করবে।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ, যা জিহাদ পর্বে 'আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ)-এর জন্য গনীমতের পঞ্চমাংশ ফরয হওয়া' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ, যা জিহাদ পর্বে 'আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ)-এর জন্য গনীমতের পঞ্চমাংশ ফরয হওয়া' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد القطع وغيره هل يستوفى فى دار الحرب أم لا؟
عن عبادة بن الصامت (8) أن رسول الله صلى الله عليه وسلم قال جاهدوا الناس فى الله تبارك وتعالى القريب والبعيد ولا تبالوا فى الله لومة لائم وأقيموا حدود الله فى الحضر والسفر