মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৮০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যিনার অপবাদ দেয়ার হদ্দ আশিটি চাবুক।
কেননা মহাশক্তিশালী মহিমান্বিত আল্লাহ বলেছেন,
وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ إِلَّا الَّذِينَ تَابُوا مِن بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
যারা অপবাদ দেয় সতী নারীদের এবং উপস্থিত করে না চারজন সাক্ষী তাদেরকে আশিটি দোররা মারবে। কখনও গ্রহণ করবে না তাদের সাক্ষ্য, এরাই হলো ফাসিক। কিন্তু যারা তওবা করে এর পরে এবং শুধরে নেয় নিজেদের, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নূর: ৪-৫)
কেননা মহাশক্তিশালী মহিমান্বিত আল্লাহ বলেছেন,
وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ إِلَّا الَّذِينَ تَابُوا مِن بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
যারা অপবাদ দেয় সতী নারীদের এবং উপস্থিত করে না চারজন সাক্ষী তাদেরকে আশিটি দোররা মারবে। কখনও গ্রহণ করবে না তাদের সাক্ষ্য, এরাই হলো ফাসিক। কিন্তু যারা তওবা করে এর পরে এবং শুধরে নেয় নিজেদের, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নূর: ৪-৫)
২৮০। আমর (রা) তাঁর পিতা শুআয়ব (র) থেকে আর শু'আয়ব তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, পরস্পরকে অভিসম্পাতকারী স্বামী-স্ত্রীর সন্তান সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন যে, সে তার মায়ের উত্তরাধিকার হবে, আর তার মা তার উত্তরাধিকার হবে। অতঃপর তার স্বামী তাকে যে ব্যক্তির সাথে যিনা করার অপবাদ দিয়েছে যদি কেউ তাকে তার সাথে যিনা করার অপবাদ দেয় তাহলে তাকে আশিটি চাবুক মারা হবে। আর যদি কেউ তাকে যিনার সন্তান বলে তাহলে তাকেও আশিটি চাবুক মারা হবে।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি এ হাদীসটি মুসনাদে আহমদ ছাড়া অন্যত্র পাই নি। এর সনদে মুহাম্মদ ইবন ইসহাক মুদাল্লিস বর্ণনাকারী, তাছাড়া এর অবশিষ্ট বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি এ হাদীসটি মুসনাদে আহমদ ছাড়া অন্যত্র পাই নি। এর সনদে মুহাম্মদ ইবন ইসহাক মুদাল্লিস বর্ণনাকারী, তাছাড়া এর অবশিষ্ট বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فى أن حد القذف ثمانون جلدة
لقول الله عز وجل {والذين يرمون المحصنات (12) ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون الا الذين تابوا من بعد ذلك وأصلحوا فان الله غفور رحيم}
لقول الله عز وجل {والذين يرمون المحصنات (12) ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون الا الذين تابوا من بعد ذلك وأصلحوا فان الله غفور رحيم}
عن عمرو بن شعيب (1) عن أبيه عن جده قال قضى رسول الله صلى الله عليه وسلم فى ولد المتلاعنين أنه يرث أمه وترثه أمه (2)، ومن قفاها به (3) جلد ثمانين، ومن دعاه ولد زنا جلد ثمانين