মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৭৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যিনার অপবাদ দেয়ার হদ্দ সংক্রান্ত
পরিচ্ছেদ: যিনার অপবাদ দেয়া সম্পর্কে সতর্ককরণ ও এর কবীরা গুনাহ হওয়া প্রসঙ্গ।
পরিচ্ছেদ: যিনার অপবাদ দেয়া সম্পর্কে সতর্ককরণ ও এর কবীরা গুনাহ হওয়া প্রসঙ্গ।
২৭৯। আবু যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যদি কেউ তার দাসীকে যিনা করার অপবাদ দেয়, অথচ সে তাকে যিনা করতে দেখেনি তাহলে আল্লাহ কিয়ামতের দিন তাকে আগুনের চাবুক দিয়ে কশাঘাত করবেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। হাফিয সুয়ূতি জামি' সগীরে একে হাসান হাদীসরূপে চিহ্নিত করেছেন।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। হাফিয সুয়ূতি জামি' সগীরে একে হাসান হাদীসরূপে চিহ্নিত করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد القذف
باب التنفير من القذف وأنه من الكبائر
باب التنفير من القذف وأنه من الكبائر
عن أبى ذر (9) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من زّنى أمة (10) لم يرها تزنى جلده الله يوم القيامة (11) بسوط من نار