মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৭৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যিনার অপবাদ দেয়ার হদ্দ সংক্রান্ত
পরিচ্ছেদ: যিনার অপবাদ দেয়া সম্পর্কে সতর্ককরণ ও এর কবীরা গুনাহ হওয়া প্রসঙ্গ।
পরিচ্ছেদ: যিনার অপবাদ দেয়া সম্পর্কে সতর্ককরণ ও এর কবীরা গুনাহ হওয়া প্রসঙ্গ।
২৭৮। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তওবার নবী (ﷺ) কে বলতে শুনেছি, যদি কোন ব্যক্তি তার ক্রীতদাসকে যিনা করার অপবাদ দেয় অথচ সে তার কথিত অপবাদ থেকে নির্দোষ তাহলে সে কিয়ামতের দিন তার মনিবের উপর শরয়ী শাস্তি প্রতিষ্ঠা করবে। তবে যদি তার মনিবের অভিযোগ সত্য হয় তাহলে কিয়ামতের দিন তাকে শরয়ী শাস্তি দেয়া হবে না।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, বায়হাকী)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد القذف
باب التنفير من القذف وأنه من الكبائر
باب التنفير من القذف وأنه من الكبائر
عن أبى هريرة (4) قال سمعت نبى التوبة (5) صلى الله عليه وسلم يقول ايما رجل قذف مملوكه (6) وهو بريئ مما قال أقام عليه الحد (7) يوم القيامة الا أن يكون كما قال