মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৭৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যিনার অপবাদ দেয়ার হদ্দ সংক্রান্ত

পরিচ্ছেদ: যিনার অপবাদ দেয়া সম্পর্কে সতর্ককরণ ও এর কবীরা গুনাহ হওয়া প্রসঙ্গ।

আল্লাহ তা'আলা বলেছেন,

إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (23) يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ

"নিশ্চয় যারা অপবাদ আরোপ করে সতী সাধ্বী, সরলমনা ঈমানদার নারীদের প্রতি, তারা অভিশপ্ত দুনিয়ায় ও আখিরাতে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি, যেদিন সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা তারা যা করতো সে সম্বন্ধে।
২৭৭। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি এরূপ পাঁচটি বস্তু সম্পর্কে অবহিত করব না? তিনি তার একটি বললেন, যদি কেউ কোন মু'মিন পুরুষ বা মু'মিন মহিলাকে যিনার করার অপবাদ দেয় তাহলে আল্লাহ তাকে দোযখবাসীদের ঘাম এবং পুঁজের মধ্যে বন্দী করবেন।
(হাদীসটি এ কিতাবের আযকার পর্বের 'সুবহানাল্লাহ এবং আল হামদুল্লিাহর ফযীলত' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত একটি দীর্ঘ হাদীসের অংশ। সেখানে এর উৎসের উল্লেখ হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد القذف

باب التنفير من القذف وأنه من الكبائر

لقول الله عز وجل {ان الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا فى الدنيا والآخرة ولهم عذاب عظيم، يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وارجلهم بما كانوا يعملون}
عن ابن عمر (1) قال الا اخبركم بخمس سمعتهن من رسول الله صلى الله عليه وسلم فذكر منهم ومن قفى (2) مؤمنا أو مؤمنة حبسه الله فى ردغة (3) الخبال عصارة أهل النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান