মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৭৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মনিব তার ক্রীতদাসের হদ্দ জারি করবে।
২৭৬। আব্দুল্লাহ ইবন মালিক আউসী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) দাসীর যিনা করা সম্পর্কে বলেছেন, যদি সে যিনা করে তাহলে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর সে যদি যিনা করে তাহলে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর সে যদি যিনা করে তাহলে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর সে যদি যিনা করে তাহলে তোমরা তাকে বিক্রয় করবে; যদিও চুলের বেনীর বিনিময়ে হয়। হাদীসটির বর্ণনাকারী “নবী (ﷺ) দাসী তৃতীয়বার যিনা করলে তাকে বিক্রয় করতে বলেছেন না চতুর্থবার যিনা করলে বিক্রয় করতে বলেছেন” এ ব্যাপারে সন্দেহ ব্যক্ত করেছেন।
(ইবন আবি শায়বা, বায়হাকী। হাফিয ইবন হাজার "আল ইসাবায়" হাদীসটিকে সহীহ বলেছেন।)
(ইবন আবি শায়বা, বায়হাকী। হাফিয ইবন হাজার "আল ইসাবায়" হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فى أن السيد يقيم الحد على رقيقه
حدّثنا يعقوب (4) ثنا ابن أخى ابن شهاب (5) عن عمه قال أخبرنى (عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود) أن شبل بن خليد المزنى أخبره أن عبد الله بن مالك الأوسى أخبره أن رسول الله صلى الله عليه وسلم قال للوليدة (6) إن زنت فاجلدوها، تم ان زنت فاجلدوها، ثم ان زنت فاجلدوها، ثم ان زنت فبيعوها ولو بضفير، والضفير الحبل فى الثالثة أو (7) فى الرابعة