মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৭০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: দাস-দাসীর যিনার হদ্দ পঞ্চাশটি চাবুক মারা।
২৭০। আলী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)-এর জনৈকা কালো দাসী যিনা করলে তিনি তাকে চাবুক মারার জন্য আমাকে পাঠালেন। তিনি বলেন, আমি তাকে এ অবস্থায় পেলাম যে, এখনও তার প্রসব পরবর্তী স্রাব বন্ধ হয়নি। আমি ফিরে এসে নবী (ﷺ)-কে তা জানালাম। তিনি বললেন, যখন তার প্রসব পরবর্তী স্রাব বন্ধ হবে তখন তুমি তাকে পঞ্চাশটি চাবুক মারবে। (অন্য এক বর্ণনায় রয়েছে, তুমি তাকে শরয়ী শাস্তি দিবে।) অতঃপর তিনি বললেন, তোমরা শরয়ী শাস্তি প্রতিষ্ঠা করবে।
(আব্দুল্লাহ ইবন ইমাম আহমদ তাঁর পিতার মুসনাদে কিছু হাদীস সংযোজন করেছেন। এ হাদীসটি তার একটি। আহমদ মুসলিম, আবু দাউদ, বায়হাকী, হাকিমও এটি বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد زنا الرقيق خمسون جلدة
عن على رضى الله عنه (7) قال أرسلنى رسول الله صلى الله عليه وسلم إلى أمة له سوداء زنت لأجلدها قال فوجدتها فى دمائها (8) فأتيت النبى صلى الله عليه وسلم فأخبرته بذلك، فقال إذا تعالت (9) من نفاسها فاجلدها خمسين، (وفى لفظ فحدّها) ثم قال أقيموا الحدود
tahqiqতাহকীক:তাহকীক চলমান