মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৬৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : কিতাবী সম্প্রদায়ের মুহসিন (বিবাহিত) যিনাকারীকে রজম করা এবং মুহসিন
২৬৯। হুশায়ম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, শায়বানী (র) আমাকে অবহিত করেন যে, তিনি আব্দুল্লাহ ইবন আবূ আওফা (রা)-কে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কি পাথর মেরে হত্যা করেছেন? তিনি বললেন, জনৈক ইহুদী পুরুষ এবং জনৈকা ইহুদী মহিলাকে করেছেন, তিনি বলেন, আমি বললাম, সূরা নূর অবতীর্ণ হওয়ার পর না তার পূর্বে। তিনি বললেন, আমি তা জানি না।
(বুখারী, তাবারানী আল মু'জামুল কাবীরে, ইবন আবি শায়বা, ইসমায়ীলী)
(বুখারী, তাবারানী আল মু'জামুল কাবীরে, ইবন আবি শায়বা, ইসমায়ীলী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى رجم الزانى المحصن من أهل الكتاب وأن الاسلام ليس بشرط فى الإحصان
حدّثنا هشيم (4) قال الشيبانى (5) أخبرنى قال قلت لابن أبى أوفى رجم رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم يهوديا ويهودية، قال قلت بعد نزول النور أو قبلها (6) قال لا أدرى