মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৭১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: দাস-দাসীর যিনার হদ্দ পঞ্চাশটি চাবুক মারা।
২৭১। সা'দ ইবন মা'বাদ (র) থেকে বর্ণিত, ইউহান্নাস এবং সাফিয়‍্যা খুমুস (গনীমতের এক- পঞ্চমাংশ)-এর অন্তর্ভুক্ত ছিল। সফিয়্যা খুমুসের অন্তর্ভুক্ত অপর এক যুদ্ধ বন্দির সাথে যিনা করল এবং একটি পুত্র সন্তান প্রসব করল। যিনাকারী এবং ইউহান্নাস তাকে নিজের সন্তান রূপে দাবী করল। আর তারা উসমান (রা)-এর কাছে তাদের অভিযোগ পেশ করল। তিনি ফয়সালার জন্য তাদেরকে আলী (রা)-এর কাছে পেশ করলেন। আলী (রা) বললেন, আমি তাদের ফয়সালা রাসূলুল্লাহ (ﷺ)-এর ফয়সালা অনুযায়ী করব। সন্তান তার মায়ের স্বামীর জন্য, সন্তানের উপর যিনাকারীর কোন অধিককার নেই। তিনি যিনাকারী এবং সফিয়্যাকে পঞ্চাশটি করে চাবুক মারলেন।
(হায়ছামী আল মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং বাযযার একে বর্ণনা করেছেন। এর সনদে হাজ্জাজ ইবন আরতাহ আছেন। তিনি মুদাল্লিস। আহমদের অবশিষ্ট বর্ণনাকারীগ নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد زنا الرقيق خمسون جلدة
عن الحسن بن سعد (11) عن أبيه أن يحنَّس (12) كانا من سبى الخمس فزنت صفية برجل من الخمس فولدت غلاما فادعاه الزانى ويحنس (13) فاختصما إلى عثمان رضى الله عنه فرفعهما إلى علي بن أبى طالب فقال علىّ أقضى فيهما بقضاء رسول الله صلى الله عليه وسلم الولد للفراش (1) وللعاهر الحجر وجلدهما خمسين
tahqiqতাহকীক:তাহকীক চলমান