মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৫৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: রোগীর উপর হদ্দ জারি করা প্রসঙ্গ
২৫৩। সাঈদ ইবন সা'দ ইবন উবাদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের প্রতিবেশীদের নিকট জনৈক অসম্পূর্ণ দূর্বল লোক ছিল। বাড়ীর লোকেরা তাকে বাড়ীর জনৈকা ক্রীতদাসীর সাথে যিনা করতে দেখে ঘাবড়ে গেল। সে মুসলমান ছিল। সা'দ (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তার যিনা করার অভিযোগ পেশ করলেন। তিনি বললেন, তোমরা তার উপর হদ্দ জারি কর। তারা বললেন, হে আল্লাহর রাসূল, সে অতি দূর্বল তা সইতে পারবে না। যদি আমরা তাকে একশত চাবুক মারি, তবে তাকে মেরে ফেলব। তিনি বললেন, তোমরা তাকে মারার জন্য একশত প্রশাখা বিশিষ্ট একটি খেজুরের কাঁদি নিয়ে তাকে তা দিয়ে একবার আঘাত করবে, তারপর তাকে ছেড়ে দেবে।
(শাফিয়ী, আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী, দারাকুতনী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন। হাদীসটির অনেক মারফু এবং মুরসাল বর্ণনা সূত্র রয়েছে। এর একটি অন্যটিকে শক্তিশালী করে।)
(শাফিয়ী, আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী, দারাকুতনী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন। হাদীসটির অনেক মারফু এবং মুরসাল বর্ণনা সূত্র রয়েছে। এর একটি অন্যটিকে শক্তিশালী করে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في إقامة الحد على المريض
عن سعيد ابن سعد بن عبادة (1) قال كان بين أبياتنا (2) إنسان مخدج (3) ضعيف لم يرع (4) أهل الدار إلا وهو على أمة من إماء الدار يخبث (5) بها وكان مسلماً فرفع شأنه سعد إلى رسول الله صلى الله عليه وسلم فقال اضربوه حده، قالوا يا رسول الله إنه أضعف من ذلك، إن ضربناه مائة قتلناه، قال فخذوا له عثكالاً (6) فيه مائة شمراخ فاضربوه ضربة واحدة وخلوا سبيله