মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৫২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: সন্তান প্রসব না করা পর্যন্ত গর্ভবতীর হদ্দ স্থগিতকরণ।
২৫২। একই সূত্রে বর্ণিত আছে যে, নবী (ﷺ)-এর জনৈকা সেবিকা যিনা করল। তিনি আমাকে তার উপর হদ্দ জারি করার আদেশ করলেন। আমি তার কাছে আসলাম এবং তাকে প্রসব পরবর্তী স্রাব বন্ধ না হওয়া অবস্থায় পেলাম। আমি তাঁর কাছে এসে তাঁকে সে সম্পর্কে অবহিত করলাম। তিনি বললেন, যখন তার প্রসব পরবর্তী স্রাব বন্ধ হবে তখন তুমি তার উপর হদ্দ জারি করবে। তোমরা তোমাদের ক্রীতদাস এবং ক্রীতদাসীদের উপর হদ্দ কায়েম করো।
(আবূ দাউদ, নাসাই, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটি পূর্ববর্তী হাদীসের মত। এর সনদেও আব্দুল আ'লা সা'লাবী আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী।)
(আবূ দাউদ, নাসাই, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটি পূর্ববর্তী হাদীসের মত। এর সনদেও আব্দুল আ'লা সা'লাবী আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب تأخير الحد عن الحبلى حتى تضع حملها
وعنه أيضاً (9) أن خادماً للنبى صلى الله عليه وسلم أحدثت (10) فأمرنى صلى الله عليه وسلم أن أقيم عليها الحد فأتيتها فوجدتها لم تجف من دمها، فأتيته فأخبرته فقال إذا جفت من دمها (11) فأقم عليها الحد، أقيموا الحدود على ما ملكت أيمانكم