মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৫১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: সন্তান প্রসব না করা পর্যন্ত গর্ভবতীর হদ্দ স্থগিতকরণ।
২৫১। আলী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) -এর পরিবারের জনৈকা ক্রীতদাসী যিনা করল এবং গর্ভবতী হল। আলী (রা) নবী (ﷺ)-এর কাছে এসে তাঁকে সে সম্পর্কে অবহিত করলেন। তিনি তাঁকে বললেন, তুমি তাঁকে চাবুক মারা থেকে অব্যাহতি দিবে যতক্ষণ না সে সন্তান প্রসব করে এবং পবিত্র হয়। অতঃপর তুমি তাকে চাবুক মারবে।
(আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদে আব্দুল আ'লা সা'লাবী আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। মুসলিম এবং আহমদ অন্য এক সহীহ বর্ণনা সূত্রে এর সমর্থক হাদীস বর্ণনা করেছেন, যা আবূ আব্দুর রহমান সুলামী (র) থেকে সা'দ ইবন উবাইদা (র) বর্ণনা করেছেন। সামনে 'মনিব তার ক্রীতদাসের উপর শরয়ী শাস্তি প্রতিষ্ঠা করবে' শীর্ষক পরিচ্ছেদে তা উদ্ধৃত হবে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب تأخير الحد عن الحبلى حتى تضع حملها
عن على رضى الله عنه (6) أن أمة لهم (7) زنت فحملت فأتى عليّ النبى صلى الله عليه وسلم فأخبره فقال له دعها حتى تلد وتضع (8) ثم اجلدها
tahqiqতাহকীক:তাহকীক চলমান