মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৪৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যিনার স্বীকারোক্তি প্রত্যাহার করা এবং কোন ব্যক্তি কর্তৃক কোন মহিলার সাথে যিনার স্বীকারোক্তি করা এবং মহিলা কর্তৃক তা অস্বীকার করা প্রসঙ্গ।
২৪৬। সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত, আসলাম বংশের জনৈক ব্যক্তি নবী (ﷺ) -এর কাছে এসে বলল, সে অমুক মহিলার সাথে যিনা করেছে। নবী (ﷺ) ঐ মহিলাকে তাঁর কাছে উপস্থিত করার জন্য লোক পাঠালেন। আর সে যা বলেছে তাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে তা অস্বীকার করল। তিনি তাকে শরয়ী শাস্তি দিলেন। আর মহিলাটিকে ছেড়ে দিলেন।
(আবূ দাউদ, বায়হাকী, দারে কুতনী, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তার কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فيما يذكر في الرجوع عن الإقرار - ومن أقر أنه زنى بامرأة فجحدت
عن سهل بن سعد (10) أن رجلاً من أسلم جاء إلى النبى صلى الله عليه وسلم فقال أنه زنى بامرأة سماها فأرسل النبى صلى الله عليه وسلم إلى المرأة فدعاها فأسلها عما قال فأنكرت فحده وتركها
tahqiqতাহকীক:তাহকীক চলমান