মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৪৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যিনার স্বীকারোক্তি প্রত্যাহার করা এবং কোন ব্যক্তি কর্তৃক কোন মহিলার সাথে যিনার স্বীকারোক্তি করা এবং মহিলা কর্তৃক তা অস্বীকার করা প্রসঙ্গ।
২৪৫। আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন আমর কুরাশী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে জনৈক সাহাবী (রা) বর্ণনা করেছেন, যিনি নবী (ﷺ) এর কাছে উপস্থিত ছিলেন, যখন মক্কা মদীনার মধ্যবর্তী স্থানে জনৈক ব্যক্তিকে পাথর মেরে হত্যা করার আদেশ করেন। তিনি বলেন, যখন সে পাথরের আঘাতপ্রাপ্ত হয়, তখন পালাতে শুরু করল। (অন্য এক বর্ণনায় রয়েছে, যখন সে পাথরের আঘাত প্রাপ্ত হয়, তখন পাথর মারার স্থান থেকে বের হয়ে পালাতে শুরু করল নবী (ﷺ) তা অবগত হয়ে বললেন, তোমরা কেন তাকে ছেড়ে দিলে না?
(আহমদ আব্দুর রহমান বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। হায়ছামী মাজমাউয যাওয়াইদে একে উল্লেখ করে বলেছেন, আহমদ একে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আহমদ আব্দুর রহমান বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। হায়ছামী মাজমাউয যাওয়াইদে একে উল্লেখ করে বলেছেন, আহমদ একে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فيما يذكر في الرجوع عن الإقرار - ومن أقر أنه زنى بامرأة فجحدت
عن عبد العزيز (6) بن عبد الله بن عمرو القرشى قال حدثنى من شهد (7) النبى صلى الله عليه وسلم وأمر برجم رجل بين مكة والمدينة (8) فلما أصابته الحجارة فرّ (وفى لفظ فلما وجد مس الحجارة خرج فهرب) (9) فبلغ ذلك النبى صلى الله عليه وسلم قال فهلا تركتموه