মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৪৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যিনার স্বীকারোক্তি প্রত্যাহার করা এবং কোন ব্যক্তি কর্তৃক কোন মহিলার সাথে যিনার স্বীকারোক্তি করা এবং মহিলা কর্তৃক তা অস্বীকার করা প্রসঙ্গ।
২৪৪। নাছর ইবন দাহর আসলামী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের আসলাম গোত্রের মাইয ইবন খালিদ ইবন মালিক (রা) নামের এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে যিনার করার কথা স্বীকার করল। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। আমরা নিয়ার বংশের কালো পাথুরে ভূমিতে বের হলাম এবং তাকে পাথর মারলাম। যখন সে পাথরের আঘাত প্রাপ্ত হল তখন প্রচণ্ড অস্থিরতা প্রকাশ করল। যখন আমরা তাকে হত্যা করে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ফিরে আসলাম এবং তাঁকে তার অস্থিরতার কথা জানালাম। তিনি বললেন, তোমরা কেন তাকে ছেড়ে দিলে না?
(হাফিয ইবন হাজর আল ইসাবায় নাছর ইবন দাহার আসলামী (রা)-এর জীবনীতে হাদীসটি উল্লেখ করে নাসাঈর সাথে সম্পৃক্ত করেছেন, আর এর সনদকে উত্তম বলেছেন।)
(হাফিয ইবন হাজর আল ইসাবায় নাছর ইবন দাহার আসলামী (রা)-এর জীবনীতে হাদীসটি উল্লেখ করে নাসাঈর সাথে সম্পৃক্ত করেছেন, আর এর সনদকে উত্তম বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فيما يذكر في الرجوع عن الإقرار - ومن أقر أنه زنى بامرأة فجحدت
عن أبي الهيثم (1) بن نصر بن دهر الأسلمى عن أبيه قال أتى ماعز بن خالد (2) بن مالك رجل (3) منا رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم فاستودى (4) على نفسه بالزنا فأمرنا رسول الله صلى الله عليه وسلم برجمه فخرجنا إلى حرة (5) بنى نيار فرجمناه فلما وجد مس الحجارة جزع جزعاً شديداً: فلما فرغنا منه ورجعنا إلى رسول الله صلى الله عليه وسلم ذكرنا له جزعة فقال هلا تركتموه