মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৪৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যিনার স্বীকারোক্তি প্রত্যাহার করা এবং কোন ব্যক্তি কর্তৃক কোন মহিলার সাথে যিনার স্বীকারোক্তি করা এবং মহিলা কর্তৃক তা অস্বীকার করা প্রসঙ্গ।
২৪৩। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে সাহাবীগণ (রা) মাইয (রা)-কে পাথর মেরেছিলেন আমি তাদের অন্যতম ছিলাম। যখন আমরা তাকে পাথর মারলাম তখন সে পাথরের আঘাতে ব্যথিত হয়ে বলল। হে লোক সকল, তোমরা আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমার গোত্রের লোকেরা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে এবং আমাকে ধোঁকা দিয়েছে। তারা বলেছে রাসূলুল্লাহ (ﷺ) তোমাকে হত্যা করবেন না । তিনি বলেন। আমরা তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে পাথর মারা থেকে বিরত হলাম না। তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ফিরে আসলাম এবং তাঁর কাছে তার কথা উল্লেখ করলাম, তিনি বললেন, তোমরা কেন লোকটিকে পাথর মারা থেকে বিরত হলে না, আর তাকে আমার কাছে নিয়ে আসলে না? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর এ কথা বলার উদ্দেশ্য হল মাইয (রা)-এর যিনা করার বিষয় নিশ্চিত হওয়া।
(আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম। বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী আবূ সালামা ইবন আব্দুর রহমানের বর্ণনা সূত্রে জাবির (রা) থেকে এর এক অংশ বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম। বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী আবূ সালামা ইবন আব্দুর রহমানের বর্ণনা সূত্রে জাবির (রা) থেকে এর এক অংশ বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فيما يذكر في الرجوع عن الإقرار - ومن أقر أنه زنى بامرأة فجحدت
عن جابر بن عبد الله (1) قال كنت فيمن رجم الرجل يعنى ماعزاً إنَّا لما رجمناه وجد مس الحجارة فقال أي قوم ردونى إلى رسول الله صلى الله عليه وسلم قان قومى قتلونى وغرونى من نفسى وقالوا إن رسول الله صلى الله عليه وسلم غير قاتلك، قال فم ننزع عنه (2) حتى فرغنا منه، قال فلما رجعنا إلى رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم ذكرنا له قوله، فقال ألا تركتم الرجل وجئتمونى به (3)؟ إنما أراد رسول الله صلى الله عليه وسلم أن يثبت في أمره (4)