মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৪২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : যদি কেউ হদ্দের উপযুক্ত হওয়ার কথা স্বীকার করে, কিন্তু কৃত অপরাধের নাম না বলে তবে তার উপর হদ্দ জারি করা হবে না।
২৪২। আবু উসামা (রা) থেকে নবী (ﷺ)-এর উপরোক্ত হাদীসের মত হাদীস বর্ণিত হয়েছে। আর তাতে রয়েছে: নবী (ﷺ) তাঁকে বললেন, তুমি কি তোমার ঘর থেকে বের হয়ে সুন্দর করে অযু করনি এবং আমাদের সাথে নামায পড়নি? লোকটি বলল, নিশ্চয়ই। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তা'আলা তোমার হদ্দ বা তিনি বলেছেন তোমার পাপ ক্ষমা করে দিয়েছেন।
মুসলিম তওবা পর্বে, আবু দাউদ শরয়ী পর্বে। এ কিতাবের তাফসীর পর্বে আল্লাহ তা'আলার ইরশাদ,
وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ
(আর আপনি কায়িম করুন সালাত দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম ভাগে। নিশ্চয়ই নেক কাজ দূর করে বদকাজ। এ এক উপদেশ উপদেশ গ্রহণকারীর জন্য। (সূরা হুদ: ১১৪)
এর তাফসীরে হযরত ইবন আব্বাস (রা) ও ইবন মাসউদ (রা)-এর সূত্রে বর্ণিত অনুরূপ হাদীস উদ্ধৃত হবে।
মুসলিম তওবা পর্বে, আবু দাউদ শরয়ী পর্বে। এ কিতাবের তাফসীর পর্বে আল্লাহ তা'আলার ইরশাদ,
وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ
(আর আপনি কায়িম করুন সালাত দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম ভাগে। নিশ্চয়ই নেক কাজ দূর করে বদকাজ। এ এক উপদেশ উপদেশ গ্রহণকারীর জন্য। (সূরা হুদ: ১১৪)
এর তাফসীরে হযরত ইবন আব্বাস (রা) ও ইবন মাসউদ (রা)-এর সূত্রে বর্ণিত অনুরূপ হাদীস উদ্ধৃত হবে।
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب من أقر بحد ولم يسمه لم يحد
عن أبى أمامة (7) عن النبى صلى الله عليه وعلى آله وصحبه وسلم بنحوه (وفيه) فقال له النبى صلى الله عليه وسلم أليس خرجت من منزلك توضأت فأحسنت الوضوء وصليت معنا؟ قال الرجل بلى، قال فإن الله عز وجل قد غفر لك حدك أو ذنبك (8)