মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৩৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যিনার স্বীকারোক্তি

পরিচ্ছেদ: চারবার যিনার স্বীকারোক্তি করার প্রতি গুরুত্বারোপ।
২৩৮। আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'মা'ইয ইবন মালিক (রা)-এর সাথে সাক্ষাৎ করে বললেন, আমার কাছে তোমার সম্পর্কে যে সংবাদ পৌঁছেছে তা কি সত্য সে বলল, আপনার কাছে আমার সম্পর্কে কি সংবাদ পৌঁছেছে? তিনি বললেন আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, তুমি অমুক পরিবারের কৃতদাসীর সাথে যিনা করেছ? সে বলল, হ্যা। অতঃপর তিনি তাকে ফেরৎ পাঠালেন, এমনকি সে যখন চারবার নিজের বিরুদ্ধে যিনা করার সাক্ষ্য দিল। তখন তিনি তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। সে মতে তাকে পাথর মেরে হত্যা করা হল।
(মুসলিম, আবূ দাউদ, তায়ালিসী। আবূ দাউদ, তিরমিযী)
আবু দাউদের গ্রন্থে আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে অন্য একটি বর্ণনাও রয়েছে :

قال: جاء ماعز بن مالك إلى النبي صلى الله عليه وسلم, فاعترف بالزنا, مرتين, فطرده, ثم جاء, فاعترف بالزنا مرتين, فقال: شهدت على نفسك أربع مرات, اذهبوا به فارجموه.

'তিনি বলেছেন, মা'ইয ইবন মালিক (রা) নবী (ﷺ)-এর নিকট এসে দু'বার যিনা করার স্বীকারোক্তি করলেন। তিনি তাঁকে তাড়িয়ে দিলেন। অতঃপর তিনি তাঁর নিকট এসে দু'বার যিনা করার স্বীকারোক্তি করলেন। তিনি বললেন, তুমি তোমার বিপক্ষে চারবার সাক্ষ্য দিয়েছ। তোমরা তাকে নিয়ে পাথর মেরে হত্যা কর।
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب الإقرار بالزنا

باب اعتبار تكرار الإقرار بالزنا أربعاً
عن ابن عباس (2) قال لقى رسول الله صلى الله عليه وسلم ماعز بن مالك فقال أحق ما بلغنى عنك؟ قال وما بلغك عنى؟ قال بلغنى أنك فجرت بأمة آل فلان؟ قال نعم، قال فرّده حتى شهد أربع مرات ثم أمر به فرجم
tahqiqতাহকীক:তাহকীক চলমান