মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৩৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যিনার স্বীকারোক্তি

পরিচ্ছেদ: চারবার যিনার স্বীকারোক্তি করার প্রতি গুরুত্বারোপ।
২৩৭। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, আসলাম বংশের জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে যিনা করার কথা স্বীকার করল। আর নবী (ﷺ) তাঁর থেকে মুখ ফিরিয়ে নিলেন। অতঃপর সে যিনা করার কথা স্বীকার করল, আর তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। অতঃপর সে যিনা করার কথা স্বীকার করল, আর তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, এমনকি সে নিজের বিরুদ্ধে চারবার সাক্ষ্য দিল। নবী (ﷺ) তাকে বললেন, তোমার কি মস্তিষ্ক-বিকৃতি আছে? সে বলল, না। তিনি বললেন, তুমি কি বিবাহ করেছ? সে বলল, হাঁ। নবী (ﷺ) সাহাবীগণ (রা)-কে তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। তাকে জানাযা নামায পড়ার স্থানে পাথর মারা হল। যখন সে পাথরের আঘাতে যন্ত্রণাক্লিষ্ট হল তখন পলায়ন করল। কিন্তু তাকে ধরা হল এবং মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে পাথর মারা হল। রাসূলুল্লাহ (ﷺ) তার প্রশংসা করলেন। কিন্তু তার জানাযা পড়েননি।
(বুখারী, মুসলিম, বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب الإقرار بالزنا

باب اعتبار تكرار الإقرار بالزنا أربعاً
عن جابر بن عبد الله (3) أن رجلاً من أسلم (4) جاء إلى النبى صلى الله عليه وسلم فاعترف بالزنا فأعرض عنه (5) ثم اعترف فاعرض عنه، ثم اعترف فأعرض عنه، حتى شهد على نفسه أربع مرات، فقال له النبى صلى الله عليه وسلم أبك جنون؟ قال لا، قال أحصنت؟ قال نعم فأمر به النبى صلى الله عليه وسلم فرجم بالمصلى (6) فلما أذلقته الحجارة فرَّ (7) فأدرك فرجم حتى مات فقال له رسول الله صلى الله عليه وسلم خيراً ولم يصل عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান