মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৩৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: নিছক ভুলবশত হত্যার রক্তপণ সম্পর্কে যা বর্ণিত আছে।
১৩৫। নু'মান ইবন বশীর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তলোয়ার এবং মানুষকে হত্যা করা যায় এরূপ অস্ত্র ছাড়া অন্য কোন বস্তু দিয়ে হত্যা ভুলবশত হত্যারূপে গণ্য। আর প্রত্যেক ভুলবশত হত্যার শাস্তি রক্তপণ।
(আল মু'জামুল কাবীর; বায়হাকী; দারাকুতনী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, তাঁদের প্রত্যেকের হাদীসের সনদে জাবির জু'ফী আছেন। হাফিয ইবন হাজার "তাক্বরীবে” বলেছেন, তিনি দূর্বল বর্ণনাকারী।)
(আল মু'জামুল কাবীর; বায়হাকী; দারাকুতনী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, তাঁদের প্রত্যেকের হাদীসের সনদে জাবির জু'ফী আছেন। হাফিয ইবন হাজার "তাক্বরীবে” বলেছেন, তিনি দূর্বল বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية الخطأ المحض
عن النعمان بن بشير (10) قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شئ خطأ إلا السيف (1) ولكل خطإ ارش