মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৩৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যা সম্পর্কে যা বর্ণিত আছে।
১৩৪। আমর তাঁর পিতা শুআইব থেকে, শুআইব তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ হত্যার রক্তপণ ইচ্ছাকৃত হত্যার রক্তপণের ন্যায় কঠোর। তবে হত্যাকারীকে হত্যা করা যাবে না। এর ব্যাখ্যা এই যে শয়তান মানুষকে একে অপরের বিরুদ্ধে প্ররোচিত করে। এ হাদীসের এক বর্ণনাকারী আবূ নদর বলেন পরস্পরে হানাহানি এবং অস্ত্র বহন করা ছাড়া একদল লোকের মধ্যে নিহতকে পাওয়া যাবে। তারা এনে অপরের দিকে পাথর ছুড়ছিল আর তার আঘাতে সে ব্যক্তি মারা গেছে, কিন্তু তার হত্যাকারী কে তা জানা যায় না।
(আবূ দাউদ। হাদীসটির সনদ শক্তিশালী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى دية قتيل شبه العمد
عن عمرو بن شعيب (6) عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال عقل شبه العمد مغلظ مثل عقل العمد ولا يقتل صاحبه، وذلك أن ينزو (7) الشيطان بين الناس قال أبو النضر (8) فيكون رمياً (9) فى عمياً فى غير فتنة ولا حمل سلاح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৩৪ | মুসলিম বাংলা